কড়া নিরাপত্তায় সকাল থেকে তমলুক কার্ড ব্যাংকের ভোটগ্রহণপর্ব চলে রবিবার দুপুর ২ টা পর্যন্ত। তারপরেই গণনা পর্ব শুরু হয়। গণনায় দেখা যায় এই সমবায় ব্যাংকের নির্বাচনে সবুজ ঝড়ে ধরাশায়ী গেরুয়া শিবি। এই সমবায় ব্যাংকের মোট আসন সংখ্যা ৬৯ টি। যার মধ্যে তৃণমূল দখল করেছে ৫৬ টি আসন। বাকি ১৩ টি আসন গেছে বিজেপির ঝুলিতে।
রবিবার বিকেল হতেই একের পর এক ব্লকে তৃণমূলের জয়জয়কারের খবরে সবুজ আবিরে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা। মোট ১২টি ব্লকের দুটি ব্লক বাদ দিয়ে বাকি ১০টি ব্লকে জয় লাভ করেছে তৃণমূল। যার মধ্যে পাঁশকুড়া ব্লকের ৫টি আসন, কোলাঘাট ব্লকের ৪টি আসন, শহীদ মাতঙ্গিনী ব্লকের ২টি আসন, তমলুক ব্লকের ৫টি আসন, মহিষাদল ব্লকের ৪টি আসন, সুতাহাটা ব্লকের ২টি আসন, হলদিয়া ব্লকের ২টি আসন, ময়না ব্লকের ১০ টি আসন, নন্দকুমার ব্লকের ১০ টি আসন এবং চন্ডিপুর ব্লকের ১১ টি আসনের সবকটি আসনেই জয়লাভ করে তৃণমূল। এই ১০ টি ব্লকে খাতা খুলতে পারেনি বিজেপি। তবে নন্দীগ্রাম- ১ ব্লকের ৭ টি আসনের মধ্যে ৭ টিতেই জয়লাভ করেছে বিজেপি। অপরদিকে নন্দীগ্রাম- ২ ব্লকের ৭ টি আসনের মধ্যে ৬ টি পেয়েছে বিজেপি এবং একটি আসন পেয়েছে তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। তৃণমূলের উন্নয়ন এবং মানুষের পাশে থাকার কারণেই তৃণমূলের জয় হয়েছে বলে দাবি করেছে।