একটি মনোজ্ঞ অনুষ্ঠানে ৬০ জন দুস্থ ছাত্র-ছাত্রীকে এবিটি এর টেস্ট পেপার তুলে দেওয়া হল চন্ডিপুরে। সোমবার চন্ডিপুরের একটি অনুষ্ঠানে ডি ওয়াই এফ আই ও এস এফ আই এর পক্ষ থেকে ৬০ জন দুস্থ ছাত্র-ছাত্রীকে এবিটিএর টেস্ট পেপার তুলে দেওয়া হয়।
ডি ওয়াই এফ আই এর জেলা সম্পাদক ইব্রাহিম আলী বলেন নানা সামাজিক অনুষ্ঠানের মধ্যেও এটি একটি অন্যতম কর্মসূচি। সারা জেলায় ১০০০ এরও বেশি দুস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের এবিটির টেস্ট পেপার তুলে দেওয়া হবে সেই কর্মসূচির সূচনা হলো।
Author: ekhansangbad
Post Views: ২৩