প্রদীপ কুমার সিংহ :- বিশেষ চাহিদা সম্পন্ন (অর্টিজেম) ক্রীড়া বিদদের ১১তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা হয় সাত ও আট ডিসেম্বর তারিখে গোয়ালিয়ারে অটল বিহারী বাজপাই স্টেডিয়ামে। সেই প্রতীয়িতায় সারা ভারতবর্ষ থেকে প্রায় ৩০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। কলকাতা তথা পশ্চিমবাংলা থেকে একজন এই প্রতিযোগিতায়প্রতিনিধিত্ব করে। কলকাতা সাউথ সিটির রেসিডেন্টে নিবাসী কিঞ্জল রায়। সে এখন কলেজে পাঠরতা করে। কিঞ্জল রায় এই প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ মেডেল অর্জন করে। সারা পশ্চিম বাংলা তথা কলকাতা থেকে ওই একজনই প্রতিযোগী এই প্রতিযোগিতায় মনোনীত হয়। ১০০ মিটার দৌড়ে তৃতীয় স্থান দখল করেন। এতে করে তার মা বাবা এবং পরিবারের মানুষ, বারুইপুরের ডি,এন মণ্ডল বি এড কলেজের প্রিন্সিপাল সহ কলেজ ও ট্রেনাররা খুবই খুশি হয়েছে।
গোয়ালিয়ার থেকে চম্বল এক্সপ্রেস ট্রেনে মঙ্গলবার সকালে হাওড়া পৌঁছায়। তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তার মা পরিবারে লোকজন ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ওই স্টেশনে। কিঞ্জলের সঙ্গে কথা বলে জানা যায় সে এই পুরস্কার পেয়ে খুবই খুশি হয়েছেন। কিঞ্জলের মা শর্মিষ্ঠা সেনগুপ্ত বলেন কিঞ্জল রবীন্দ্র সর্বাধর স্টেডিয়ামে প্র্যাকটিস করে বহুদিন ধরে। এর আগে অন্যান্য প্রতিযোগিতার সে অনেক পুরস্কারও পেয়েছে। কিঞ্জল কে প্রশিক্ষণ দিয়েছে কৌশিক জানা আর একজন প্রশিক্ষক শুভেন্দু শেখর চ্যাটার্জি কিঞ্জলের সঙ্গে এই প্রতিযোগিতায় গিয়েছিলেন। তিনি বলেন এই রখম ছেলে মেয়েদের ট্রেনিং দিলে আগামী দিনকে পশ্চিমবাংলার মুখ আর উজ্জ্বল করতে পারবে। তবে তবে এই প্রতিযোগিতা পশ্চিমবাংলা থেকে একমাত্র প্রতিনিধি ছিল কিঞ্জল রায়। এবং সেখান থেকে পুরস্কার পাওয়ার জন্যখুবই খুশি হয়েছেন।