Select Language

[gtranslate]
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বে আইনী নির্মাণের সহযোগিতার অভিযোগ তৃণমূলের কাউন্সিলের বিরুদ্ধে

পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার অন্তর্গত এলাকায় বেআইনি নির্মাণে বাধা দিতে গেলে  অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ারকে  প্রাণনাশের হুমকির মুখে পড়তে হল । সরকারি কর্মচারীকে হুমকী ও বে আইনী নির্মানে সহযোগিতার অভিযোগ  এগরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সেক সুরুজ আলী-র বিরুদ্ধে।জীবননাশের আশংকায় এগরার
মহকুমা শাসকের  দ্বারস্থ ওই ইঞ্জিনিয়ার।

জানা গেছে এগরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা  মুনমুন মিশ্র ত্রিপাঠী।তিনি সরকারি নিয়মবহির্ভূত বাড়ি তুলছেন জানতে পারেন এগরা পৌরসভার অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার স্বপন কুমার গায়েন।খবর পেয়ে  তিনি অবৈধ নির্মাণের কাছে পৌঁছে যান এবং এই অবৈধ নির্মাণ বন্ধ করতে বলেন।

অভিযোগ বাড়ির মালিকপক্ষ এই নির্দেশ অমান্য করে এবং  তাঁরা কোন প্রকার এই কাজ বন্ধ করতে চাননি।এরপর ইঞ্জিনিয়ার স্বপন কুমার গায়েন ফিরে আসেন পৌরসভার অফিসে। সেখানে বিষয়টি এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়েকের কাছে জানান।

তার কিছুক্ষণ পরেই বিষয়টি নিয়ে একটি আলোচনা সভা ডাকা হয় পৌরসভার চেয়ারম্যানের ঘরের মধ্যেই।
পৌরসভার চেয়ারম্যান এর উপস্থিতিতে এগরা পুরসভার কাউন্সিলর তথা শেখ সুরজ আলী  ওই ইঞ্জিনিয়ার কে কাজে বাধা দিলে দেখে নেওয়ার হুমকি দেন বলে জানা গেছে।চেয়ারম্যানের সামনেই  ইঞ্জিনিয়ার আর কাজের সাইডে না যাওয়ার পরামর্শ দেন।এর পরেও সাইডে গেলে তাকে  দেখে নেবার হুমকী দেয় কাউন্সিলার।

স্বপন বাবু জানান শেখ সুরজ আলী নিজে দাঁড়িয়ে থেকে ওই মুনমুন মিশ্র ত্রিপাঠির বাড়ি সমস্ত বে আইনী নির্মান কাজ তদারকি করছেন ।এই ঘটনা জানাজানি হতে এগরা পৌরসভা জুড়ে নিন্দার ঝড়।

এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে চেয়ারম্যান বলেন ইঞ্জিনিয়ার ও শেখ সুরুজ আলীকে সামনাসামনি বসিয়ে বিষয়টি মিটিয়ে দেবেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read