কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত টি টুয়েন্টি অনুর্ধ্ব ১৩ এবং অনুর্ধ্ব ১৮ আজ দুটি খেলা অনুষ্ঠিত হয়। সকালে অনুর্ধ্ব ১৩ যে খেলা অনুষ্ঠিত হয় কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার এবং হলদিয়া ব্লু স্টার। টসে জিতে ব্লু স্টার ব্যাটিং করার সিন্ধান্ত নেয় নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২১ রান করে প্রত্তুতরে ক্রিকেট কোচিং সেন্টার ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৫ রান করে ফলে হলদিয়া ব্লু স্টার ৬ রানে জয় লাভ করে। মৃত্যুঞ্জয় দাস অধিকারী ম্যান অফ দি ম্যাচের ট্রফি লাভ করে ব্লু স্টারের স্নেহময় দেবনাথ।
দিনের দ্বিতীয় খেলা অংশগ্রহণ করে এবিসিডি এবং বয়েজ স্টার। টসে জিতে বয়েজ স্টার ব্যাটিং করার সিন্ধান্ত নেয় নির্ধারিত ১৮ ওভারে ৫৯ রানে সকালে আউট হয়ে যায়। এবিসিডি ব্যাট করতে নেমে মাত্র ২.৩ ওভারে কোন উইকেট হারিয়ে ৬০ রান করে এবং ১০ উইকেটে জয়লাভ করে। মৃত্যুঞ্জয় দাস অধিকারী স্মৃতি ম্যান অফ দি ম্যাচের ট্রফি লাভ করে এবিসিডি র দেবরাজ ঘোড়াই। উপস্থিত ছিলেন সহ সভাপতি সতীনাথ দাস অধিকারী, দুই সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা ইমরান আলি খাঁন, কর্মকর্তা গোলক চন্দ্র বিশ্বাস, সঞ্জীত ভৌমিক। টুর্নামেন্ট অবজারভার তথা সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন আগামি সোমবার ও মঙ্গলবার দুটি গ্রুপের সেমিফাইনালে খেলা অনুষ্ঠিত হবে।