Select Language

[gtranslate]
১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তৃণমূল কর্মী খুনের প্রতিবাদে নন্দীগ্রামে মৃতদেহ নিয়ে অবরোধ

দলের কর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং এই খুনের ঘটনায় অভিযুক্ত দোষীদের গ্রেফতারের দাবিতে মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃনমূল কর্মীরা। বৃহস্পতিবার সকালে নন্দীগ্রামের গোকুলনগরের তৃণমূল কর্মী মহাদেব বিষয়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় স্থানীয় একটি দোকানের মধ্যে থেকে। অভিযোগ এই তৃনমূল কর্মীরদেহে একাধিক আঘাতের চিহ্ন রিয়েছে। পরিবার ও তৃণমূল নেতৃত্বের দাবি, রাজনৈতিক কারণে খুন করা হয়েছে মহাদেবকে।

স্থানীয় সূত্রে খবর, মহাদেব বৃন্দাবনচক দক্ষিণের ২৫৩ নম্বর বুথের তৃণমূল কর্মী ছিলেন। বুধবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে তাঁর দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তৃণমূলের অভিযোগ বিরোধী রাজনৈতিক দল বিজেপির দুষ্কৃতীরা এই ধরনের খুনের ঘটনা ঘটিয়ে চলেছে। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করছেন। তারা জানাচ্ছেন, নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের কারনে এই ধরনের ঘটনা ঘটে চলেছে।

এদিন নন্দীগ্রাম -২ ব্লকের গিরিরচক বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্বরা।
নন্দীগ্রামের তৃণমূল নেতা সেখ সুফিয়ান,বাপ্পাদিত্য গর্গ সহ অন্যান্য নেতৃত্বরা ঘটনায় দোষিদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত বিক্ষোভ অবরোধ চলবে বলে জানান। দীর্ঘ  প্রায় ১০ ঘন্টা অবরোধ বিক্ষোভ চলার পর পুলিশ প্রতিশ্রুতি দেয় দোষিদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হবে।পুলিশের আশ্বাসের পর দেহ উদ্ধার করে নন্দীগ্রাম থানার পুলিশ দেহ নিয়ে যায়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read