পটাশপুরের পঁচেট গ্রাম পঞ্চায়েত এলাকার পঁচেট দক্ষিণপাড়া এলাকায় রাতের অন্ধকারে গলা কেটে খুন এর সঙ্গে যুক্ত খুনী কে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করল পটাশপুর থানার পুলিশ। অভিযোগ গত ২৫ নভেম্বর পঁচেট দক্ষিণপাড়াতে রাতের অন্ধকারে দীপঙ্কর গিরি, (৩৪)কে গলা কেটে খুন করে দুষ্কৃতকারি।ধৃত দীপঙ্করের দ্বিতীয় স্ত্রী লক্ষ্মী গিরি স্বীকার করে দীপঙ্করের পাশে সে ঘুমিয়ে ছিল। ঘুম থেকে উঠে দেখে খুন হয়েছে। ঘটনায় পরকীয়ার টানাপোড়ন চলছিল বলে এলাকা সূত্রে জানা গেছে। খুনের ঘটনার পর থেকেই উধাও হয়ে যায় লক্ষী গিরির প্রথম স্বামী তাপস মাইতি। পুলিশের সন্দেহের তীর তাপসের প্রতি যায়। তারপর দীপঙ্করের মা বাসন্তী গিরি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। তদন্তে নেমে মহারাষ্ট্র পুলিশের সহায়তায় মহারাষ্ট্রের জলগাঁও থেকে তাপস কে গ্রেপ্তার করে।
বুধবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৬দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত আছে। সূত্রের খবর দীপঙ্কর দ্বিতীয়বার গৃহবধূ লক্ষ্মীর সঙ্গে প্রেম করে বিয়ে করে।সেই থেকেই চলে দুজনের মধ্যে বিবাদ।কে লক্ষ্মীকে নিয়ে সংসার করবে। সেই থেকেই চলতে থাকে টানা পড়েন।