Select Language

[gtranslate]
১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ২ বিজেপি কর্মী

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে তৃনমূল কর্মীকে খুনের অভিযোগ। সেই ঘটনায় এবার গ্রেফতার দুই বিজেপি কর্মী। প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম চন্দন দাস ও রাজকুমার মণ্ডল।অভিযুক্তদের গ্রেফতার করতেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম পুলিশের বিরুদ্ধে অপহরনের অভিযোগ এনেছেন

কিছুদিন আগে নন্দীগ্রামের বাসিন্দা শ্রীকান্ড মণ্ডল ওরফে বিষ্ণুপদ মণ্ডলকে খুনের অভিযোগ ওঠে। বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে। এই ঘটনার এক সপ্তাহের মধ্যে মহাদেব শ্রীসাই  নামের আরও এক তৃণমূল কংগ্রেস কর্মী খুন হন। দুই ঘটনাতেই বিজেপির নাম জড়ায়। এই দুই খুনের ঘটনায় এই প্রথম গ্রেফতার হলেন কেউ। বিষ্ণুপদকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চন্দন দাসকে। তবে শ্রীসাইকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ।

এই বিষয়ে রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন ওখানকার পুলিশ গ্রেপ্তার করছে না বাইরের পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যে মামলা করতে, কিছুক্ষণ আগে চন্দন দাস নামে আমাদের এক কর্মীকে উড়িষ্যা থেকে গ্রেফতার করেছে তুহিন বিশ্বাস উড়িষ্যা পুলিশ জানে না আমরা অপহরণের মামলা করছি নন্দীগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত ডিএসপি তুহিন বিশ্বাসের নামে। সেই সঙ্গে নন্দীগ্রামে মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর খুনের ঘটনায় যে একাধিক বিজেপি কর্মীর নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে তা নিয়ে কোর্টে যাওয়ার কথাও তিনি বললেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read