Select Language

[gtranslate]
২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নন্দকুমার বিদ্যুৎ দপ্তরে গ্রাহকদের বিক্ষোভ

বিদ্যুৎ গ্রাহকদের কানেকশনের লোড বৃদ্ধির নাম করে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত সিকিউরিটি বাবদ  বিরাট অঙ্কের টাকা আদায় বন্ধ সহ স্মার্টলি টাকা লুটের যন্ত্র স্মার্ট মিটার লাগানো প্রতিরোধ প্রভৃতি  দাবীতে আজ বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)’র নন্দকুমার কাস্টমার কেয়ার সেন্টার কমিটির উদ্যোগে স্টেশন ম্যানেজার অফিসে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এবং স্টেশন ম্যানেজারকে সাত দফা দাবী সম্বলিত স্মারকলিপি ও ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভ ডেপুটেশনে নেতৃত্ব দেন,অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির জেলা নেতা প্রদীপ দাস, প্রনব মাইতি ও নন্দকুমার কাস্টমার কেয়ার সেন্টার কমিটির কার্যকরী সভাপতি ঈশ্বর চক্রবর্তী,সম্পাদক মঞ্জুরী মোহন মাইতি,সদস্য সনাতন দাস প্রমুখ।
স্টেশন ম্যানেজার দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে  স্থানীয় দাবীগুলি পূরন সহ অন্যান্য দাবিগুলি উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
বিক্ষোভ সভায় নেতৃবৃন্দ ঘোষণা করেন,অবিলম্বে বিদ্যুৎ এর ফিক্সড ও মিনিমাম চার্জবৃদ্ধি প্রত্যাহার,অতিরিক্ত সিকিউরিটির নামে বেআইনী বিদ্যুৎ বিলের সাথে বাড়তি টাকা আদায় বন্ধ ও “স্মার্ট মিটার” এর মাধ্যমে স্মার্টলি টাকা লুট প্রতিরোধ এবং জনস্বার্থবিরোধী বিদ্যুৎ আইন ২০০৩ (সংশোধনী বিল ২০২২) বাতিলের দাবিতে ১লা ও ২রা ফেব্রুয়ারী বারুইপুরে রাজ্য সম্মেলন এবং  ৪ ও ৫ মার্চ, ২০২৫ দিল্লিতে পার্লামেন্ট অভিযান কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে। সর্বস্তরের ক্ষুদ্র শিল্প-গৃহস্থ-বাণিজ্যিক-কৃষি বিদ্যুৎ গ্রাহকদের ওই কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানান।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read