Select Language

[gtranslate]
২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে স্বাস্থ্য সেমিনার

ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আজ মেচেদাস্থিত ট্রাস্টভবনে ৪৩ তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ডাঃ অশোক সামন্ত।  ওই উপলক্ষে সকালে এক স্বাস্থ্য সেমিনারে হাড়ের ক্ষয় রোগ সম্পর্কে বক্তব্য রাখেন ডাঃ বুদ্ধদেব নায়ক ও মুখগহ্বরের সংক্রমণ জনিত সমস্যার প্রতিকার বিষয়ে বক্তব্য রাখেন ডাঃ রিজাবুল হোসেন মল্লিক। এবং এলাকার পঞ্চাশোর্ধ ৪০ জন মানুষের দন্ত,চক্ষু ও অস্থিমজ্জার ক্ষয়জনিত পরীক্ষা করা হয় বিনামূল্যে। বিকালে ‘কোনরূপ লক্ষণ বিহীন জ্বর’ বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ পি.জি.মহাপাত্র,ডাঃ মৈনাক মাইতি। এবং ‘শ্বাস নালীর রোগ ও প্রতিকারে আধুনিক চিকিৎসা’ বিষয়ে আলোচনা করেন ক্যালকাটা হার্ট ক্লিনিক এন্ড হসপিটালের ক্রিটিক্যাল কেয়ার ইনচার্জ ডাঃ চন্দন কুমার শীট।


         স্বাস্থ্য সেমিনার সঞ্চালনা করেন ডাঃ ভবানী শংকর দাস,ডাঃ বিশ্বনাথ পড়িয়া। সেমিনারে দেড় শতাধিক রেজিস্টার্ড এবং নন রেজিস্টার চিকিৎসকের প্রশ্নোত্তর পর্ব ছিল প্রানবন্ত। সন্ধ্যায় ট্রাস্টের সাথে যুক্ত ডাক্তার-নার্স সহ অন্যরা সংগীত-নৃত্য-আবৃত্তি ও দুটি নাটক ‘পুরনো সুবাস ‘এবং ‘মহেশ’ মঞ্চস্থ করেন। অনুষ্ঠান শেষে ট্রাস্টের সম্পাদক তপন ভৌমিক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read