পূর্ব মেদিনীপুর এগরা ১ ব্লকের কাশিমপুরে ৫১ মুর্তির মহাপ্রভু পুজার আয়োজন করা হল।আইলান কাঠ লোডিং সংস্থার পক্ষ থেকে আয়োজিত এই পুজাএবার তৃতীয় বর্ষে পদার্পণ করেছে । গ্রামের মানুষের সহযোগিতায় ও পাশাপাশি মানুষের সহযোগিতায় এটা মহোৎসবে পরিণত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। তাঁরা বলেন মহামিলের মহাপ্রভুর সঙ্গে মানুষের মহামিলন । সঙ্গে আমরা দশ হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করেছি , যদি বাড়াতে কিছু হয় তাতেও কোন অসুবিধা নেই। ১৫০০০ মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে।
সাধারণ মানুষের সহযোগিতায় আজ আমরা জায়গায় পৌঁছেছি।আগামি দিনেও আমরা যাতে করতে পারি সেই সহযোগিতা মানুষের কাছে আশা করছি। আপনারা সহযোগিতা করুন যাতে আমরা আগামী দিনে আরো বড় অনুষ্ঠান করতে পারি।
আয়োজকেরা জানিয়েছেন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে পাঁচ দিন ধরে।
Author: ekhansangbad
Post Views: ১০