Select Language

[gtranslate]
২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দিঘায় পর্যটকদের মোবাইল চুরির চক্র ভাঙল পুলিশ, গ্রেফতার ৬ দুষ্কৃতী

পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন শহর দিঘায় পর্যটকদের মোবাইল কোপমারি ঘটনায় অবশেষে চুরির চক্রের পাণ্ডা সহ ৬ জনকে গ্রেফতার করলো পুলিশ। এই ঘটনায় দিঘা শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।  ধৃতরা হল হাওড়া জেলার পাঁচলার সুবত্তর সাহাপাড়া এলাকার দিল মহম্মদ সাহা,  সুরপুদ্দিন সাহা,  সেক সানোয়ার আলি,  বাকি তিনজন উলুবেড়িয়ার বানিতলা এলাকার  আমির সাহা,  ফরিদ সাহা ও জোদেশ সাহা। শুক্রবার ধৃতদের কাঁথি আদালতে তোলা হয়। বিচারক চারজনের জামিন নাকচ করে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।  বাকী দু’জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ধৃত ৬ জনের কাছ থেকে ৩ টি মোবাইল বাজেয়াপ্ত করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, দিঘায়  মান্দারমণি সহ পর্যটন এলাকায় ভিড় এর সুযোগকে কাজে লাগিয়ে পর্যটকদের মোবাইল চুরির উদ্দেশ্যে হাওড়ার উলুবেড়িয়া এলাকা থেকে ৬ জনের দল  দিঘা পৌঁছায় গত ৩০  ডিসেম্বর রাতে। এরপর তারা নিউ দিঘায় হেলিপ্যাড ময়দান সংলগ্ন বেসরকারী হোটেলে ওঠে। ভিড়ের মাঝে পর্যটকের পকেট থেকে মোবাইল ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতিকারীরা। এনিয়ে দিঘা থানায় প্রায় ২৫ টির বেশি অভিযোগ দায়ের হয়।  নিউ দিঘার হেলিপ্যাড সংলগ্ন একটি বেসরকারী হোটেলে রিসেপশনে ল্যাপটপ চুরি করতে যায় এক যুবক৷  অভিযুক্ত যুবককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। থানায় নিয়ে এসে অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চুরি চক্রের রহস্য। তদন্তে বিলম্ব না করেই বাকিদের ধরতে হোটেল থেকে আরও পাঁচ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। দিঘা থানার ওসি অমিত প্রামাণিক বলেন তদন্তের কারণে  চারজন অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read