পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ নং ব্লকের চন্দনপুর খড়ুইগড় শ্রীরামকৃষ্ণ আশ্রম শিক্ষাতীর্থে স্বামী বিবেকানন্দের জন্ম দিনকে সামনে রেখে নবীন বরন উৎসব ও স্বামী বিবেকানন্দের জীবনী আলোচনা সভা অনুষ্ঠিত হলো।
প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।
স্বামী বিবেকানন্দের জীবনী আলোচনা সভায়
আলোচনার বিষয় ছিল যুব প্রেরনায় স্বামিজী
প্রধান বক্তা ছিলেন রামকৃষ্ণ মঠ মঠ চন্ডীপুরের মহারাজ স্বামী সর্বপ্রদানন্দজী।
এই অনুষ্ঠান চলবে দুদিন ধরে।স্কুল পরিচালন কমিটির সম্পাদক নবকুমার সাউ জানান যুব সমাজকে পেরনা বার্তা দিতে এই আয়োজন আগামী দিনে এই বিদ্যালয়ের আরো অনেক উদ্বেস আছে মুলত নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিসন আদ্ররস কালচার বাই নিয়ে এই বিদ্যালয় টিকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রান চেষ্টা করে যাচ্ছি
Author: ekhansangbad
Post Views: ১৪