Select Language

[gtranslate]
২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেমুরিয়া স্বামীজী সেবক সংঘের  বিবেক উৎসব

রামনগর ২ ব্লকের ডেমুরিয়া স্বামীজী সেবক সংঘের আয়োজনে বিবেক উৎসব ২০২৫ ও যুব নায়ক স্বামী বিবেকানন্দর ১৬৩ তম জন্ম বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা হলো শনিবার।  পূর্ব মেদিনীপুর জেলার  রামনগর ২ ব্লকের মৈতনা পঞ্চায়েতের ডেমুরিয়া স্বামীজি সেবক সংঘ এর আয়োজনে  বিবেকানন্দের জন্মবর্ষে নবজাগরণের নব দিগন্ত উন্মোচনের দিকে দিকে সারা বিশ্বময় হয়ে ওঠার আহ্বান জানানো হয়।  স্বামীজীর আহবান ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমে থাকো না।  ১১ই জানুয়ারি শনিবার স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মোৎসব উপলক্ষে  বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন ও বিভিন্ন অনুষ্ঠানের সূচনা হলো।  এই অনুষ্ঠানের প্রথম পর্বের অনুষ্ঠানে অতিথিদের সম্বর্ধনা জানানো হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দীঘা রামকৃষ্ণ আশ্রম এর মহারাজ স্বামী নিত্যবোধানন্দজী।  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তি সহ চার শতাধিক ছাত্র-ছাত্রীবৃন্দ।  উপস্থিত ছিলেন ডেমুরিয়া স্বামীজীর সেবক সংঘের সম্পাদক সুকুমার শীট সহ সমস্ত সদস্য বৃন্দ। এই দিন স্বামী বিবেকানন্দ এর বিভিন্ন বাণী আলোচনার সাথে সাথে ১০০০ এর অধিক স্বামী বিবেকানন্দের ভাবানুরাগী প্রসাদ গ্রহণ করেন।


এই সংস্থার সম্পাদক সুকুমার শীট বলেন আমাদের কর্মসূচি ৫ ই জানুয়ারি চক্ষু পরীক্ষা হয়েছিল, ১০০ জনকে বস্ত্র বিতরণ করা হয়েছে। আজকের সকালে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ে দশটার সময় স্বামী বিবেকানন্দের ভাবনাকে মানুষের মধ্যে তুলে দেওয়ার জন্য আজকে বিবেক উৎসব শুরু করা হয়েছে।  ৩০ জন অনাথ ছেলে মেয়ের জন্য বই, খাতা ও পেন এবং একটি করে ব্যাগ তুলে দেওয়া হবে। এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আলোক নন্দ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সংস্থা বছর বছর ধরে বিভিন্ন প্রোগ্রাম করে থাকে,  এটি একটি আলাদা ধরনের অনুষ্ঠান।  এই অনুষ্ঠানে মানুষকে আমন্ত্রণ করলে মানুষ আসতে চায় না কারণ রাজনীতির ব্যানারে মানুষ আস্তে আস্তে চাওয়া পাওয়ার এত ঝোঁক বেড়ে গেছে, এখানে এলে আর কিছু পাবো না। তাই যেন এখানে আসা বৃথা। কিন্তু মানুষ তৈরির প্রোগ্রাম আয়োজন করে, এই ধরনের আলোচনা সভা এই অঞ্চলে খুব কম হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read