Select Language

[gtranslate]
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

“মানিকাবসানে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন ও জন্মজয়ন্তী উদযাপন”

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের কাদুয়া গ্রামপঞ্চায়েতের মানিকাবসানে উত্তর কাদুয়া ইয়ং ষ্টার ক্লাব এর উদ্যোগে  স্বামী বিবেকানন্দ এর জন্মজয়ন্তী উদযাপন ও পূর্ণাবয়ব মুর্তির আবরন উন্মোচন হল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এর সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকাবসান রামকৃষ্ণ সেবাশ্রম এর স্বামী গোকুলানন্দজী মহারাজ, জেলা পরিষদ এর খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাসমহাপাত্র, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য  দীপক সার, রামনগর ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক , চলচিত্রশিল্পী চান্দ্রেয়ী ঘোষ , শিক্ষক অশোক প্রধান সহ অন্যান্যরা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read