রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে সমবায় সমিতির ডাইরেক্টার নির্বাচনে বিজেপির প্যানেলের জয়ী প্রতিনিধিরাই ভোট দিলো না বিজেপির ডাইরেক্টার প্রার্থীকে !
টাকাপুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির ১২ জন ডিরেক্টার।শনিবার ছিলো ডাইরেক্টার নির্বাচনে।এর আগে গত ১২ ডিসেম্বর এই সমবায়ের ৪৪টি আসনে ডেলিগেট নির্বাচন হয়। তৃণমূল কংগ্রেস ২২টি এবং বিজেপি পেয়েছে ২২টি আসন।ফলে বোর্ড কাদের দখলে যাবে তাই নিয়ে চর্চা শুরু হয়েছে।এর মধ্যে ১২টি ডিরেক্টার মধ্যে ১১টি আসনের মিমাংসা হয়ে গিয়েছে।তৃনমূলের দখলে ৬টি ও বিজেপির দখলে আসে ৫টি আসন।বাকী ১টি আসনে বিজেপি তারাপদ খাটুয়াকে এবং তৃণমূল কংগ্রেস ভূদেব খাটুয়াকে প্রার্থী করেছিলো।
জানা গেছে ৪৪টি ভোটের মধ্যে বিজেপির তারাপদ খাটুয়া ১৯টি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ভূদেব খাটুয়া ২৫টি ভোট পেয়েছে।অর্থাৎ বিজেপির তিন জন নির্বাচিত ডেলিগেট তৃনমূল প্রার্থীকে ভোট দিয়েছে।এর ফলে এই সমবায়ে ১২ সদস্য বিশিষ্ট ডিরেক্টর বোর্ডে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৭টি ও বিজেপি ৫টি।এর সাথে ব্যাঙ্ক প্রতিনিধি ডিরেক্টারও শাসক দলের হওয়ায় টাকাপুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডিরেক্টর বোর্ডে তৃনমূল ৮ টি এবং বিজেপি ৫টি আসন পেল।
শুভেন্দুর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামেই বিজেপির জয়ী প্রার্থীরাই বিজেপিকে সমর্থন না করায় স্বাভাবিক ভাবে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
তৃনমূ কংগ্রেস অবশ্য কটাক্ষ করা ছাড়ছেনা।শাসক দলের নেতারা বলছেন সাধারন মানুষ আগেই বিজেপির থেকে মুখ ফিরিয়েছে।তাই একের পর এক সমবায় সমিতির নির্বাচনে হারছে বিজেপি।সেই দলে এবার বিজেপির প্যানেলে জয়ীরাও যোগ দিলো