ইন্দ্রজিৎ আইচ :- সামনেই বই মেলা। সেই উপলক্ষে আজ কলকাতা প্রেস ক্লাবে গ্রিবান পাবলিকেশন থেকে প্রকাশিত হলো লেখিকা ড : পারমিতা ভট্টাচার্য র গল্পের বই ” মায়া মুক্তি “। আজ এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও লেখিকা বিপ্লব ঘোষ, অভিনেতা স্বপন সেনগুপ্ত,
সমর্তা পারিয়াল , সিমন্তিনি দাশগুপ্ত, লেখিক সৌম্যজিৎ আচার্য এবং অনুশ্রী মিত্র।
আজ এক সাংবাদিক সম্মেলনে গল্পকার লেখিকা ড : পারমিতা ভট্টাচার্য জানালেন আমার এটা প্রথম বই। এই বইতে দশটি গল্প আছে। আশা করি এই বইটা সকল পাঠক পাঠিকার মন জয় করবে। বইয়ের দাম ৩০০ টাকা।
Author: ekhansangbad
Post Views: ৯