রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা সভা করল রাজ্যের শাসকদল। রবিবার বিকেলে পূর্ব মেদিনীপুরের রামনগরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা সভা করল তৃণমূল। এদিন ঠিকরামোড় থেকে রামনগর পর্যন্ত কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে বিশাল একটি পদযাত্রার আয়োজন করা হয়। এরপরে রামনগর বাসস্ট্যান্ডে পথসভা আয়োজিত হয়। এদিন সভা শুরু থেকেই একেবারে আক্রমণাত্মক রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, দীঘার জগন্নাথ মন্দিরে নিয়ে আমি কোন রাজনৈতিক পদক্ষেপ নিতে চাই না। যে বা যারা বলছেন আগামী ৩০ এপ্রিল সৈকত নগরী দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে দেবেন না, সেই বিষয়টা আমরা দেখে নেবো কি করতে হয়।
পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার প্রসঙ্গে অখিল গিরি বলেন, বাংলাদেশ নিয়ে আমি কোন মন্তব্য করতে চাই না আমাদের দলের হয়ে রাজ্যের মুখপাত্র যিনি আছেন তিনি অবশ্যই এ বিষয়ে আপনাদের জানাবেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করে বলেন, শুভেন্দু অধিকারী নানান বক্তব্য আমরা শুনেছি, ওরা বলেছিল পশ্চিমবাংলায় ২৫ টা সিট পাবে কিন্তু লোকসভা নির্বাচনে দেখা গেল তৃণমূল ২৯ টা এবং বিজেপি মাত্র বারোটা। ফলে বিজেপির রাজনৈতিক প্রতিশ্রুতি ভুল, সাম্প্রদায়িক বিভাজন লাগিয়ে সাম্প্রদায়িক বিভাজন লাগিয়ে ভোট লুটের যে পরিকল্পনা তা ব্যর্থ হয়েছে। আগামী দিনে অর্থাৎ ২০২৬-এ বিধানসভা নির্বাচনে ফের পুনরায় তার বহিঃপ্রকাশ করবে রামনগরের মানুষ বলে দাবি অখিল গিরির।