পূর্ব মেদিনীপুর জেলার বাজকুল আই এন টি ইউ সি কার্যালয়ে পূর্ব মেদিনীপুর জেলা কিষাণ কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা কমিটির নতুন সদস্য, সদস্যা মনোনীত হয়। পাশাপাশি ২১ জানুয়ারীর প্রদেশ কৃষাণ কংগ্রেস অধিবেশন নিয়ে আলোচনা হয়।উপস্থিত ছিলেন জেলা কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান সুব্রত মহাপাত্র, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শিউ মাইতি, অশোক গুড়িয়া, বিশ্বরঞ্জন মন্ডল ও অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি সেখ আনোয়ার আলি। সুব্রত মহাপাত্র বলেন ভারতীয় জাতীয় কংগ্রেস কৃষকদের সঙ্গে ছিলো, আছে ও থাকবেন এবং জেলার কৃষকদের সার্থে আন্দোলন জারি থাকবে। হরিয়ানা,পাঞ্জাব দিল্লী তে সুদীর্ঘ কৃষক আন্দোলন সম্পর্কে উল্লেখ করেন।
সেই সাথে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খরগেজীর সংসদের অভ্যন্তরে এবং বাইরে কৃষক আন্দোলনের সক্রিয় সমর্থনের ভূমিকা তুলে ধরেন।সেখ আনোয়ার আলি কৃষক স্বার্থে কংগ্রেসের অতীতের উল্লেখযোগ্য বিষয়গুলি সহ কিষান কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীগণকে যেভাবে কাজ করতে হবে তার উল্লেখ করেন।