Select Language

[gtranslate]
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিপিআইএমের খেজুরি-২ এরিয়া তৃতীয় সম্মেলন

সিপিআইএমের খেজুরি ২ এরিয়া  তৃতীয় সম্মেলন আজ  খেজুরি আদর্শ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়।
পার্টির রক্ত পতাকা উত্তোলন করেন  শান্তিপদ দাস। খেজুরিতে ২৭ জন  শহীদ কমরেডের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। প্রতিমা মন্ডল, স্বদেশ মাইতি ,বিদ্যানিধি মন্ডল, জাকির হোসেন মল্লিক ও প্রদীপ মন্ডলকে নিয়ে গঠিত সভাপতি মন্ডলী  সম্মেলন পরিচালনা।
করেন।

সম্মেলন উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর নেত্রী রিতা দত্ত ১৭২ জন প্রতিনিধিদের উপস্থিতিতে বিদায় সম্পাদক রত্নেশ্বর দলুই প্রতিবেদন পেশ করেন। ১৭ টি শাখা থেকে উপস্থিত প্রতিনিধিগণ আলোচনায় অংশগ্রহণ করেন।

বঙ্গোপসাগর, রসুলপুর নদী, হলদি নদী ঘিরে বিস্তীর্ণ খেজুরি এলাকার ভৌগোলিক এবং সাংগঠনিক অবস্থার কথা বিবেচনায় রেখে দুটি এরিয়া কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়।


সর্বসম্মতিক্রমে ১৬ জনের খেজুরি এরিয়া কমিটির সম্পাদক সর্বসম্মতিক্রমে পুনর্বার নির্বাচিত হন রত্নেশ্বর দোলুই। এবং ১৪ জনের জনকা এরিয়া কমিটির সম্পাদক সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন প্রদীপ মণ্ডল।
সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক  মন্ডলীর সদস্য সত্য রঞ্জন দাস, অমল কুইলা, যাদবেন্দ্র নাথ সাহু, চিত্ত দাস সহ নেতৃত্বগন।

অভ্যর্থনা কমিটির পক্ষে অশনি পাত্র ও বাসুদেব দাস বক্তব্য রাখেন। শহিদ পরিবার গুলির প্রতি সম্মেলনের পক্ষ থেকে ফুলের তোড়া ও একটি করে সাল তুলে দিয়ে সংবর্ধিত করা হয়।গণশক্তি পত্রিকাকে সাহায্য বাবদ ৫ হাজার টাকা সম্মেলনে রাজ্য নেতৃত্ব হিমাংশু দাসের হাতে তুলে দেন সাত সিমলী গ্রামের গৌর হরিদাস।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read