রামনগর ২ ব্লকের মৈতনা গ্রামপঞ্চায়েতে, হাতিশাল অগ্রগামী সংঘের পরিচালনায় “অ্যালায়েন্স কাপ ২০২৫” এর সূচনা হল মঙ্গলবার। ফিতা কেটে উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এর সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক, উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এর খাদ্য কর্মাধক্ষ তমালতরু দাসমহাপাত্র , রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, বিশিষ্ট ক্রীড়াবিদ সতীনাথ দাসঅধিকারী, শিক্ষাবিদ ইমরান খান, বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ পানিগ্রাহী,ক্লাব এর সম্পাদক পিনাকী দিন্ডা, সভাপতি অনিরুদ্ধ খান্ডা সহ ক্লাব এর সকল কর্মকর্তা ও এলাকার ক্রীড়াপ্রেমী মানুষজন উপস্থিত ছিলেন।
Author: ekhansangbad
Post Views: ৯