Select Language

[gtranslate]
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাজলা জনকল্যাণ সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কাজলা জনকল্যাণ সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  শুরু হলো। স্বামী বিবেকনন্দের জন্মদিবস উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে ভলিবল প্রতিযোগিতার  সূচনা করেন নয়াপুট সুধীর কুমার হাইস্কুলের প্রধান শিক্ষক  বসন্ত কুমার ঘোড়াই , এছাড়া উপস্থিত ছিলেন কাজলা জনকল্যাণ সমিতির সভাপতি অসীম কুমার দাস, কার্যকরী সদস্য তপন কুমার সাউ ,সমীর গিরি,কামদেব সিট অমলেন্দু বেরা, গৌড় সুন্দর পন্ডা প্রমূখ। ৮টি দলকে নিয়ে  ভলিবল প্রতিযোগিতার আয়োজন হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সিরিয়া গোপালপুর সঞ্জীবনী সংঘ এবং রানাস হয়েছেন কাঁথি কেসুরকুদা লাক্স লিলি ক্লাব । সমিতির সাধারণ সম্পাদক  স্বপন পন্ডা তাঁর প্রারম্ভিক বক্তৃতায় জানান এবছর সমিতি ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা শুরু করছে এবং আগামী ২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের দিন পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিসমাপ্তি ঘটবে। এই সময়ের মধ্যে নানান প্রতিযোগিতা, আলোচনা ও প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবে। আজকের ভলিবল প্রতিযোগিতার উদ্বোধক  বসন্ত কুমার ঘোড়াই বলেন স্বামী বিবেকানন্দ খেলাধুলাকে বেশি উৎসাহ দিতেন। এমন একটি দিনে কাজলা জনকল্যাণ সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ভলিবল দিয়ে শুরু হলো। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাফল্য কামনা করেন। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন চন্দন কুমার মিশ্র, সলিল দাস।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read