Select Language

[gtranslate]
২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পশ্চিম বামুনিয়া সমৃদ্ধি ফাউন্ডেশনের জলদান শিবির

পশ্চিম বামুনিয়া সমৃদ্ধি ফাউন্ডেশন জলদান শিবিরের  মাধ্যমে পৌষ সংক্রান্তির পূন্যলগ্নে জুনপুটে  তৃষ্ণা মেটাচ্ছে সাধারণ মানুষের।   জালদান কর্মসূচির মাধ্যমে তাঁরা মেলায় আগত পুন্যার্থীদের পাশে থেকে সারাদিন জল,ছোলা ও বাতাসা দিয়ে মানবিকতার হাত বাড়িয়ে দেন।জেলার বিশিষ্ট সমাজসেবী এবং এই সেবা প্রতিষ্ঠানের ভূমিদাতা সঞ্জিত রঞ্জন দাস  সস্ত্রীক ফিতা কেটে  এই কর্মসূচীর  সূচনা করেন ।এই মহান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংস্হার  সদস্য অমৃত প্রধান , অনুশ্রী মন্ডল , সায়নী মিশ্র,  বিশিষ্ট শিক্ষক তথা উপদেষ্টা মন্ডলীর সদস্য দুর্গাপদ মিশ্র  প্রমুখ। এলাকার পথচলতি মানুষ,সমাজসেবি,নারী-পুরুষ,শিশু -বৃদ্ধবৃদ্ধা প্রত্যেকেই পশ্চিম বামুনিয়া সমৃদ্ধি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বাত করে  প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি কামনা করেন।

আজকের  জালদান শিবিরের সভাপতি  সঞ্জিত রঞ্জন দাস বলেন সংস্হার এই উদ্যোগ প্রশংসনীয়,আগামী দিনেও যাতে এই উদ্যোগ অব্যাহত থাকে তিনি সেই কামনা করে সর্বদা পাশে থাকার আশ্বাস দেন।এই প্রতিষ্ঠানের  সম্পাদক তথা বিশিষ্ট পারিবারিক পরামর্শ দাতা সুমিত দাস বলেন-জল হল জীবন এবং বিশুদ্ধ, নিরাপদ পানীয় জল ঈশ্বরের একটি আশীর্বাদ। বর্তমানে গ্রামীণ ও শহরাঞ্চলে নিরাপদ পানীয় জল পাওয়া অসম্ভব।  জুনপুট পৌষ মেলার সম্পাদক  নিতাই ঘোড়াই ও মেলা কমিটির প্রত্যেকে ধন্যবাদ জানান এই আয়োজন  করার জন্য। উপস্থিত ছিলেন সভাপতি সুদীপ্ত মন্ডল, সৌরভ হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read