মঙ্গলবার সকালে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং লিপ্স ফর গ্রীন এর যৌথ উদ্যোগে কাঁথির কিশোরনগর রাজবাড়ির আদি দুর্গা মন্দিরপ্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘ অন্নদাতা , তোমারে প্রণাম ‘ অনুষ্ঠান। যা অনন্য নজির সৃষ্টি করল কাঁথি শহরে। অনুষ্ঠান শুরু হলো সকাল ৯ টায়। অনাড়ম্বর , কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ , এই অনুষ্ঠানের বিভিন্ন আঙ্গিকগুলো ছিল অভিমুখ সম্পর্কে প্রারম্ভিক বক্তব্য রাখেন কুইজ কেন্দ্রের সদস্য সোমনাথ ঘোড়াই। উপস্থিত ছিলেন কন্টাই পাবলিক স্কুলের অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস, সহকারী অধ্যক্ষ পার্থ শখা পাত্র,নয়াপুট হাই স্কুলের প্রধান শিক্ষক বসন্ত ঘোড়াই, লিপ্স ফর গ্রীন এর পক্ষ থেকে পুস্পেনজিৎ বেরা,চণ্ডীচরণ ঘোড়াই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে হলুদ জলে কৃষকদের পা ধুয়ে দেওয়া এবং শঙ্খ ও উলুধ্বনি মধ্যে চন্দনের ফোঁটা , ফুলের পাপড়ি ও মঙ্গলদীপ সহযোগে কৃষকদের বরণ করা হয়। অনুষ্ঠানের ভাবনা , তাৎপর্য এবং অভিমুখ সম্পর্কে আরো বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরা হয়। কৃষকদের হাতে দৈনন্দিন ব্যবহার্য কাস্তে , গামছা , বাঁশের ঝুড়ি , আগামী চাষের জন্য প্রয়োজনীয় কিছু বীজ , জৈব সার , দু’ তিন রকম ফলসহ ফলের ঝুড়ি , একটি ফলের গাছ উপহার সামগ্রী হিসেবে প্রদান করা হয়। জৈব কৃষি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এবং কৃষকদের জৈব কৃষি সম্বন্ধে ভবিষ্যতের দিশা দেখানোর জন্য সচেতন করা হয়। কৃষকদের সঙ্গে আলাপচারিতা এবং অনুষ্ঠান সম্পর্কে ও তাঁদের নিজস্ব কাজের জগৎ নিয়ে তাঁদের কিছু কথা শোনা হয়। কৃষকদের স্বাস্থ্য পরীক্ষা এবং কিছু ভিটামিন ঔষধ প্রদান করা হয়।কাঁথি পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ অনুতোষ পট্টনায়ক চাষীদের স্বাস্থ্য পরীক্ষা করেন।