Select Language

[gtranslate]
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এসইউসিআই-এর কলকাতা মহামিছিলে জনদাবিতে পূর্ব মেদিনীপুরের ব্যাপক অংশগ্রহণ

মেদিনীপুর হাসপাতালে বিষাক্ত স্যালাইনে প্রসূতি মৃত্যুর প্রতিবাদে ও আর জি করে হাসপাতালে ট্রেনি ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ন্যায় বিচার, সারা রাজ্যে জাল ঔষধের কারবার অবিলম্বে বন্ধ,স্বাস্থ্য-শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি বন্ধ,নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি রোধ,স্মার্ট মিটার বাতিল,রাজ্যে বন্ধ হয়ে যাওয়া ৮২০৭টি স্কুল পুনরায় চালু সহ জনজীবনের বিভিন্ন দাবীতে ২১শে জানুয়ারী এস ইউ সি আই (কমিউনিস্ট)এর পক্ষ থেকে কলকাতায় মহামিছিলের ডাক দেওয়া হয়েছে।
            দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষে  অশোক তরু প্রধান ও প্রণব মাইতি এক বিবৃতিতে  বলেন,ওই কর্মসূচিকে সফল করবার আহ্বান জানিয়ে প্রায় মাসাধিক কাল ধরে পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে মেছেদা,পাঁশকুড়া,তমলুক,হলদিয়া,কাঁথি,নিমতৌড়ি,এগরা,নোনাকুড়ি,রামতারক,ময়না,নন্দীগ্রাম,বাজকুল,ভগবানপুর সহ সমস্ত শহর-গঞ্জ-হাট-বাজার-গ্রাম এলাকায় ঘরোয়া সভা,মিটিং মিছিল,পথসভা,প্রচার সভা চলছে। সমগ্র জেলার বিরাট অংশের মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। মানুষজন ওই মহামিছিলের খরচ সংকুলানের জন্য স্বেচ্ছায় সাহায্যের হাত বাড়িয়েও দিয়েছেন।
             দলের জেলা কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক জানান,পূর্ব মেদিনীপুর জেলা থেকে অর্ধ শতাধিক বাস ও ট্রেনে করে মহিলা-পুরুষ মিলে প্রায় ৭ হাজার মানুষ যোগদান করতে চলেছে। এবং স্মার্ট প্রিপেড মিটার লাগানো বন্ধ সহ বিদ্যুৎ গ্রাহকদের নানা দাবী সম্বলিত একটি সুসজ্জিত ট্যাবলো জেলা থেকে ওই মহামিছিলে যাবে বলে নারায়ণবাবু জানান।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read