ইন্দ্রজিৎ আইচ :- সোমবার সন্ধ্যায় রাজারহাট চিনার পার্কের কাছে সিগমা ক্যাফেতে প্রকাশিত হলো নবীন পরিচালক স্বরুপ পাল এর প্রথম ছবি সেলাই এর পোস্টার। চিত্রকর প্রোডাকশান এন্ড স্টুডিও র ব্যানারে নির্মীত এই ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, কাভিয়া কাশ্যপ , শুভদীপ ঘোষ, দেবাশিস সেন শর্মা, সুমন গায়েন, সুমনা দাস, সাগ্নিক কোলে, প্রীতি কে, চিত্রাগদা সহ আরো অনেকে। এই সেলাই পোস্টার লঞ্চ অনুষ্ঠানের পর সাংবাদিক সম্মেলনে এই ছবির তরুণ পরিচালক স্বরূপ পাল জানান ২০২৩ সাল থেকে এই ছবির কাজ শুরু করে ছিলাম। ১২ টা লোকেশনে আমরা শুটিং করেছি। তারমধ্যে সিটং, লামাহাটা, মিরিখ অন্যতম। মোট ১৮ দিন শুটিং হয়েছে। এছাড়া কলকাতায় কয়েকদিন শুটিং হয়েছে। আমাদের ইচ্ছে আছে ফেব্রুয়ারি বা মার্চে ছবিটা রিলিজ করার। এর মধ্যে ছবির মিউজিক ও ট্রেলার লঞ্চ হবে।
সেলাই এর মূল গল্পটি হলো প্রেম ভালবাসার গল্প। সম্পর্ক এর বুনন নিয়ে সেলাই। এর বেশি কিছু বলছি না। এই ছবিতে সঙ্গীত পরিচালক আমি নিজে। ৬ টি গান আছে এই ছবিতে। গানগুলো গেয়েছেন তিমির বিশ্বাস, সোমলতা আচার্য, রাজন্না সেনগুপ্ত, সৃজন ভট্টাচার্য্য ও সৌমাল্লো। এই ছবিতে চিত্র গ্রহণ করেছেন সৈকত বালা, সম্পাদনা প্রণয় দাস গুপ্ত, আর্ট ডিরেকশন মধুরিমা। ছবির গল্প টি লিখেছেন সমুদ্র সিংহ। প্রায় ২ ঘণ্টার এই ছবি সেলাই। ছবির পোস্টার লঞ্চে উপস্থিত ছিলেন এই সেলাই ছবির কলাকুশলীরা।