পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের গ্যাংটাপুকুর আমরা ‘ক’ জন ক্লাবের উদ্যোগে বিশাল বড়ো মাপের রক্তদান শিবির আয়োজিত হয়।
আয়োজক সংস্থার সম্পাদক শিবনারায়ণ জানা বলেন, ‘‘রক্তদান শিবিরের যে আয়োজন করা হয়েছে, তা ভীষণ ভাল একটি প্রয়াস। কারণ, আমরা জানি কোনও মানুষ অসুস্থ হলে আজকের দিনে রক্ত পাওয়াটাই প্রায় অসম্ভব একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’’ শিবনারায়ণের সংযোজন, ‘‘আমার যতই ‘সোর্স’ থাকুক, যতই চেনা পরিচিত থাকুক না কেন, রক্ত পাওয়া যায় না। তাই বলব, রক্তদান শিবিরের আয়োজন করা ভীষণ প্রয়োজন। সাধারণ মানুষের জন্য ভীষণ দরকারি।’’
এদিন হনুমান জীউ ও শনি মহারাজের মন্দির প্রাঙ্গণে আয়োজিত শিবিরে ৯৫ জন রক্তদান করেন। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে। পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবির হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার আইসি অরুণ কুমার খাঁ, আয়োজক সংস্থার সভাপতি ডা: বিপ্লব জানা, শঙ্কর গিরি প্রমুখ