মেদিনীপুর শহরের বাসিন্দা সমাজকর্মী শিক্ষক মৃত্যূঞ্জয় সামন্তর ৩৮ তম জন্মদিন বুধবার।আর নিজের এই জন্মদিনের প্রাক্কালে পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা দিতে সোমবার সকালে শিক্ষক মৃত্যূঞ্জয় সামন্তর উদ্যোগে মেদিনীপুরের গোলাপীচক এলাকায় ৬০ টি মেহগিনি চারা রোপন করা হলো।এই কাজে মৃত্যুঞ্জয় বাবুকে উৎসাহিত করতে এবং অংশ নিতে উপস্থিত ছিলেন পরিবেশ প্রেমী শিক্ষক মণিকাঞ্চন রায়, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, চিত্রশিল্পী শিক্ষক নরসিংহ দাস প্রমুখ। চারাগাছ রোপণের কাজটিতে বিশেষভাবে তত্ত্বাবধান করেন পরিবেশপ্রেমী শিক্ষক মণিকাঞ্চন রায়। শিক্ষক মৃত্যুঞ্জয় সামন্ত জানান,বর্ষার মরসুমে প্রতিটি ব্যক্তিগত ও পারিবারিক অনুষ্ঠানেও যাতে সবাই চারারোপন রোপণে এগিয়ে আসেন,সেই বার্তা দিতেই তাঁর এই উদ্যোগ। উপস্থিত সকলে মৃত্যুঞ্জয় বাবুর এই উদ্যোগের প্রশংসা করেন।
Author: ekhansangbad
Post Views: ৮৯