হরকাবানে বিধ্বস্ত অমরনাথ,নিখোঁজ বহু মানুষ, পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ৩ বাসিন্দা নিখোঁজ ৭ তারিখ থেকে,আশঙ্কায় ভুগছে পরিবার।৩ বোন কল্পনাবালা ভৌমিক, কৃষ্ণা মন্ডল এবং বন্দনা বাগ ৫ তারিখ যাত্রা করেছিলেন অমরনাথের উদ্দেশ্যে।পরিবারের সাথে শেষ কথা হয় ৭ তারিখ।তারপরে শত চেষ্টাতেও কোনো যোগাযোগ হয়নি পরিবারের সাথে,সোমবার সন্ধ্যায় নিখোঁজ মহিলাদের পরিবারের সদস্যরা প্রশাসনের দ্বারস্ত হলে মহিষাদল থানার ওসি পূর্ণ সহযোগিতা করেন,নবান্নের কন্ট্রোল রুমে জানানো হয়,এবং সেই পরিবারকে বিডিওর সাথেও যোগাযোগ করিয়ে দেওয়া হয়
Author: ekhansangbad
Post Views: ৭৮