প্রদীপ কুমার সিংহ : গাড়ি দুর্ঘটনায় ২জনের মৃত্যু ও ৬ জন গুরুতর আহত হয়।দুর্ঘটনায় মৃত্যু হল গড়িয়ার ভারত সেবাশ্রম সঙ্ঘের এক মহারাজ ও এক সেবকের। আশ্রম সূত্রে খবর সোমবার সকালে একটি চার চাকার গাড়ি করে গড়িয়া থেকে মেদিনীপুর জেলার মহিষাদল এর সংঘের শাখায় রিলিপের জিনিসপত্র নিয়ে যাচ্ছিল। পথের মধ্যেই একটি বালি লরির সঙ্গে রিলিপ ভর্তি চারচাকা গাড়ির সঙ্গে দুর্ঘটনা হয়। তাতে করে দুজনে মৃত্যু হয় ও ছয়জনের গুরুতর আহত হয়।মৃতদের নাম শুভঙ্করানন্দ মহারাজ (৫৫) এবং বাসুদেব (৬০)। আহত হয়েছেন আশ্রমের আরও ৬ সদস্য। সোমবার সকালে গড়িয়া থেকে একটি গাড়িতে মহিষাদলে সঙ্ঘের শাখায় কাজে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় বাগনানের লাইব্রেরি মোড়ের কাছে মুম্বই রোডে দুর্ঘটনা ঘটে। তাঁদের গাড়িটি উল্টোদিকের লেনে ঢুকে পড়ে। সেই লেন ধরে আসা একটি বালি বোঝাই লরি গাড়িটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। এলাকার থানায় খবর গেলে পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাতায় এই দুর্ঘটনার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
