প্রদীপ কুমার সিংহ : বাইক ও অটো দুর্ঘটনায় আহত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আহত পরীক্ষার্থীর নাম রোহিত মন্ডল। রোহিতের পরিবার সূত্রে খবর ওই বাইকে আরো দুজন ছিল। একজনের নাম সায়ন মন্ডল। আরো এক জনের নাম সায়েম মন্ডল। ঈদের সবার বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর ধপধপি স্টেশন এলাকায়। এরা সবাই ধপ ধপি উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র।বাইক নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল বারুইপুর মাদারাট পপুলার একাডেমিতে। বাড়ি ধপধপি স্টেশনের কাছে। সকালবেলা তিনজনে বাড়ি থেকে বেরিয়েছে পরীক্ষা দেওয়া উদ্দেশ্যে কিন্তু শাকারি পুকুরের কাছে রাস্তার মোড় বাঁকতেই হঠাৎ করে একটি অটোর সঙ্গে বাইকের ধাক্কা লাগে। তাতে করে তিনজনেই বাইক শুদ্ধ রাস্তায় পড়ে যায়।রোহিত মন্ডলের গুরুতর চোট লাগে তাকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে আসে স্থানীয় বাসিন্দারা। আর দুজনের অল্প চোট লাগে, তারা মাদারাট পপুলার একাডেমিতে স্কুলে পরীক্ষার সেন্টারে পরীক্ষা দিতে চলে যায়। আজকেরই পরীক্ষা শেষ দিন ছিল। পলিটিকাল সায়েন্স এর পরীক্ষা ছিল আজকে। বারুইপুর মাদারাট পপুলার একাডেমী স্কুলে খবর পৌঁছালে সঙ্গে সঙ্গে স্কুলের হেডমাস্টার ও পরীক্ষার ইনচার্জ বারুইপুর হাসপাতালে ছুটে আসে। ওই পরীক্ষার্থীকে তারা দেখেন। বারুইপুর হাসপাতালে চিকিৎসক তাদেরকে বলেন রোহিত মন্ডল কোনভাবেই পরীক্ষা দিতে পারবে না। সঙ্গে সঙ্গে মদারাট পপুলার একাডেমী স্কুলের হেডমাস্টার ও উচ্চ মাধ্যমিক মদারাট স্কুলের ইনচার্জ পুরো বিষয়টি দেখাশোনা করে। রোহিত মন্ডলের পরিবারের লোকের সঙ্গে কথা বলেন।হাসপাতাল সূত্রে খবর সোমবার বিকেলে রোহিতের অবস্থা অবনতি হওয়ায় হাসপাতালে ডাক্তাররা তাকে কলকাতা সরকারি হাসপাতালে স্থানান্তরিত করে। এই ব্যাপারে বারুইপুর থানায় খবর গেলে বারুইপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
