Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। শিবদাস ঘোষের জন্মশতবর্ষ উদযাপন ।।

এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহান মার্কসবাদী চিন্তানায়ক শিবদাস ঘোষের শততম জন্ম দিবসে আজ পূর্ব মেদিনীপুর জেলার জেলা অফিস মেচেদা ও পাঁশকুড়া,ভোগপুর,তমলুক,কাঁথি,হলদিয়া,এগরা সহ সমস্ত লোকাল কমিটির অফিসগুলিতে প্রতিকৃতিতে মাল্যদান-উদ্ধৃতি প্রদর্শনী-শপথবাক্য পাঠ প্রভৃতি কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হয়।
দলের জেলা সম্পাদিকা অনুরূপা দাস জানান, দিল্লিতে আজকে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। সারা বছর ধরে জেলায় জেলায় নানা কর্মসূচির মাধ্যমে শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকী উদযাপন করা হবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read