প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর স্বর্ণ শিল্পী সমিতির পরিচালনায় রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির হয় বারুইপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সোনারতরী কমিউনিটি হলে।
বারুইপুর স্বর্ণশিল্পী সমিতি রক্তদান শিবির এ বছরে সাত বছরের পদার্পণ করল। রক্ত সংগ্রহ করে বারুইপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক।
এই রক্তদান শিবিরে রক্তদান কারিদেরকে একটি করে গাছ উপহার দেয় বারুইপুর স্বর্ণর শিল্পী সমিতি। সকাল ১০ টা থেকে এই রক্তদান শিবির শুরু হয়েছে তা চলে দুপুর দুটো পর্যন্ত।
শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি কর্মকর্তারা। বিশেষ অতিথি ছিলেন বারুইপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা বারুইপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস । শিবিরে মহিলা পুরুষ মিলে ৮৫ জন মানুষ রক্তদান করে।
Author: ekhansangbad
Post Views: ১৮৮