ইন্দ্রজিৎ আইচ :- অঞ্জন দত্ত র নতুন ওয়েব সিরিজ “মাডার বাই দা সি” হৈচৈ তে মুক্তি পেতে চলেছে
আগামী ১২ ই আগস্ট,
শুক্রবার। তার ঠিক আগেই কলকাতার কেনেলওয়াথ হোটেলে হয়ে গেলো এই ছবির ট্রেলার লঞ্চ।
হৈচৈ এর আয়োজনে এক সাংবাদিক সম্মেলনে মাডার বাই দা সি র পরিচালক অঞ্জন দত্ত জানালেন এই ছবিটা রহস্য ও থ্রিলার ছবি।
এখানে পায়েল
সরকার(বিমলা), সুমন্ত মুখার্জী(বিক্রম), অর্জুন চক্রবর্তী ( অর্জুন রায়), সুজন মুখার্জী ( বরুণ সামন্ত), রূপঙ্কর বাগচী (অরুণ রায়), তৃনা সাহা ( রীনা), সুপ্রভাত দাস ( রমেন দাস), অন্যনা চ্যাটার্জি ( লেখিকা অর্পিতা সেন), এবং অঞ্জন দত্ত ( রাজা,ফিল্ম মেকার) বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।
এই ছবির পুরো গল্পটা সাইকো থ্রিলার এর কাহিনী। এটা একটা রোগ। এই রোগ থেকে মাডার তারপর রহস্য আর তারপর রহস্য উন্মোচন।
১২ দিন ধরে চড়া রোধের মধ্যে পুরী তে এই ছবির শুটিং করেছি। সকলেই দারুন অভিনয় করেছেন।এই ছবির ক্রিয়েটিভ প্রোডিউসার ও সংগীত পরিচালক নীল দত্ত। একটি রবীন্দ্রসংগীত ও দুটি আধুনিক গান আছে এই ছবিতে।রূপঙ্কর এই ছবিতে একটা গান গেয়েছেন।
আগামী ১২ ই আগস্ট শুক্রবার এই ছবিটা হৈচৈ তে মুক্তি পাচ্ছে। আসা করি “মাডার বাই দা সি” সকলের ভালো লাগবে।
এইদিন সাংবাদিক সম্মেলনে ছবির সকল কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সকলেই এই ছবির কাজ ও অভিনয় নিয়ে দারুণ উচ্ছসিত। সকলেই খুব আশাবাদী এই ছবিটা ঘিরে যে সকল দর্শকদের নজর কারবে।