উৎপাদন বাড়াতে এবং নীরোগ মাছ সরবরাহ বাজারে সরবরাহ করতে সারা রাজ্যের মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুরের এগরা-১ ব্লকে শুরু হল মাছের টিকা করন। প্রতিবেশী রাজ্য ওড়িশার ভুবনেশ্বরের কেন্দ্রীয় মিঠাজল গবেষণা কেন্দ্রের গবেষক মৃনাল সামন্ত এক যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করেন। তা হল মাছের ওপর ভ্যাকসিন।
এগরা ১ ব্লকের মাছ চাষীদের হ্যাঁচারিতে উপস্থিত হয় ওই গবেষক। সেখানে ‘শিখা ব্রুট ভ্যাট’ নামে এক ধরনের ভ্যাকসিন তৈরি করে বিভিন্ন ধরনের মাছের ওপর প্রয়োগ করা হয়, যা মাছের উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করবে এবং মাছকে নিরোগ রাখবে।
রুই কাতলা, মৃগেল ছাড়াও মাগুর, শিঙি মাছেও ওই ভ্যাকসিন প্রয়োগ করা হয়।
এমন পদ্ধতি ব্যবহারে মাছ চাষে লাভবান হবে হ্যাঁচারির মাছ চাষিরা বলে জানিয়েছেন এগরা -১ ব্লকের ফিশারি এক্সটেনশন অফিসার সুমন কুমার সাহু। তবে এদিন মাছ চাষিরা এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
উপস্থিত ছিলেন এগরা-১ ব্লকের বিডিও সুমন ঘোষ, এগরা -১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, ব্লকের কর্মাধ্যক্ষ অভিমন্নু দাস প্রমুখ।
রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাছ চাষী থেকে ব্যাবসায়ী ও গ্রাহক সকলে