পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের আশ্রমিকেরা বৃহস্পতিবার মেতে উঠেছিলো রাখিবন্ধন উৎসবে। নাচ, গান, আবৃত্তি ও মিষ্টিমুখের মধ্যদিয়ে তারা উদযাপন করে এই দিনটিকে।
এই অনাথ আশ্রমের সম্পাদক বলরাম করণ অনুষ্ঠান শুরুর প্রাক্কালে রাখিবন্ধনের ইতিহাস ও গুরুত্বকে মনে করিয়ে দেন। তিনি জানান আজ সারাদিনই আশ্রমিক শিশুকিশোরের দল এই দিনটিকে পালন করবে।
পরে আশেপাশের সমস্ত সরকারী আধিকারিকদের অফিসে গিয়ে আশ্রমিক কচিকাঁচার দল আধিকারীক ও কর্মচারীদের নিজেদের হাতে তৈরী করা রাখি পড়িয়ে দিয়ে তাদের আশীর্বাদ গ্রহন করে। যাতায়াতের রাস্তায় অসংখ্য মানুষের হাতেও তারা সম্প্রীতির রাখি বেঁধে দেন।
পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের আয়োজনে আজকে রাখী বন্ধন উৎসবের আয়োজনকে ঘিরে এলাকায় প্রচুর উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Author: ekhansangbad
Post Views: ২০২