প্রদীপ মাইতি:-পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে এবং এগরা ২ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির আয়োজনে পূর্ব মেদিনীপুরের বালিঘাইতে যুব সংসদ প্রতিযোগিতা হয়। বুধবার বালিঘাই হাইস্কুলের সভাগৃহে আয়োজিত যুব সংসদ প্রতিযোগিতায় এগরা ২ ব্লকের ৮টি স্কুলের ছাত্রছাত্রীরা যোগ দেয়। এ দিন যুব সংসদ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এগরা বিধায়ক তরুণ কুমার মাইতি। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের পরিষদিয় দফতরের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরবর্তী সময়ে ছেলেমেয়েদের মধ্যে নেতৃত্বের গুণাবলি এবং তারা যদি কখনো বিধায়ক কিংবা সাংসদ হয়, তাদের মধ্যে সেই স্পৃহা জাগানো এবং সঠিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যে এই যুব সংসদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা নিশ্চিতভাবে তারা উপকৃত হবে।
ছাত্রছাত্রীরা যুব সংসদ থেকে চাকরি ও গবেষণার ক্ষেত্র তৈরি করতে পারবে। পাশাপাশি তারা আত্মনির্ভরশীল হবে। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা ২ ব্লকের বিডিও কৌশিষ রায়, এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান, ব্লকের জয়েন্ট বিডিও গোপাল শীট, ব্লক যুব আধিকারিক দেবাশীষ রায়, বালিঘাই হাইস্কুলের প্রধান শিক্ষক প্রীতম প্রসাদ সিনহা, ব্লক শিক্ষা আধিকারিক প্রসিত দাস, রাজকুমার দুয়ারী, প্রদীপ দাস প্রমুখ।