প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর উকিলপাড়া সার্বজনীন দুর্গোৎসব উৎসব সমিতি দুর্গাপূজার খুঁটি পূজা হল রবিবার। এই পূজা এবারে ৬৫ তম বৎসরের পদার্পণ করলো।
পূজার উপদেষ্টা প্রদীপ ঘোষ সঙ্গে কথা বলে জানা যায় এ বছরে এই পুজোর মন্ডপের ভাবনা শিব ঠাকুরের প্রতিলিপি দিয়ে ত্রিশূল ধারী শিব। মন্ডপ শয্যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত বামনগাজির দেব করুণা ডেকোরেটার্স ।
এবারে এই পুজোর প্রতিমা কলিকাতার কুমারটুলির মৃৎশিল্পী ভোজেশ্বর পাল অ্যান্ড সন্স কার্তিক পাল। এই পূজার চন্দননগরে আলোকসজ্জা অনুকরণে লাইক ও সাউন্ড ঝন্টু ইলেকট্রিক বামুনগাছি।
এবারে এই পূজার বিশেষত্ব পুরুলিয়া জেলা থেকে একটি ধামসা মাদলের দল চতুর্থী থেকে নবমী পর্যন্ত বাদ্যযন্ত্র বাজিয়ে সাধারণ মানুষ ও দর্শনার্থীদের আনন্দ দান করবেন। সেই সঙ্গে থাকছে নবমীর দিন মা দুর্গার মহা প্রসাদ বিতরণ। বারুইপুর উকিল পাড়া দুর্গোৎসব সমিতির এ বছরে পূজোর বাজেট ছয় লাখ টাকা।