Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। তমলুকেও বর্ণাঢ্য শোভাযাত্রা আট থেকে আশি বয়সীরা ।।

বুধবারই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এ বার পুজো শুরু এক মাস আগেই। কথাটা যে ভুল বলেননি, টের মিলল বৃহস্পতিবার সকালেই। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের তালে ধুনুচি নাচ— এক মাস আগেই পুজো শুরু হয়ে গেল বাংলায়। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করে মমতা বলেও দিলেন, ‘‘আজ থেকেই আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেল। সমস্ত ধর্ম, বর্ণকে নিয়ে এগিয়ে চলব আমরা। ইউনেসকোকে ধন্যবাদ। সারা বিশ্বকে ধন্যবাদ।’’



কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় পদযাত্র করা হয়।

পদযাত্রা পা মেলান রাজ্যের মন্ত্রী অখিল গিরি, বিপ্লব রায় চৌধুরি, প্রাক্তন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র, জেলাশাসক পূর্ণেন্দু মাজি, পুলিশ সুপার অমরনাথ কে সহ অন্যান্যরা।

এদিন তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দান থেকে পদযাত্রা শুরু হয়। তমলুক শহর প্রদক্ষিন করে তমলুক রাজময়দানে শেষ হয়।

এদিন মিছিলে এলাকা ক্লাব সংস্থা স্কুল কলেজর পড়ুয়ারা অংশগ্রহন করে। ঢাক ঢোল, আদিবাসী নৃত্যু সহ শোভাযাত্রা হয়। আজ থেকেই বাংলায় শুরু বাঙালিদের শেষ্ঠ উৎসব দুর্গোৎসব।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read