বহু প্রতীক্ষার পর অবশেষে ভারতে শুরু হল ফাইভ জি পরিষেবা।পুজোর শুরুতেই দেশের টেলিকম শিল্পে নতুন দিগন্ত খুলে গেল। মুকেশ অম্বানীর জিও-র হাত ধরে ভারতে ফাইভ জি প্রযুক্তি প্রবেশ করল। শনিবার নিজে উপস্থিত থেকে দিল্লির প্রগতি ময়দানে আনুষ্ঠানিকভাবে এই নয়া এবং অত্যাধুনিক মোবাইল প্রযুক্তির উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দিল্লির প্রগতি ময়দানে শুরু হচ্ছে ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস’। ৩ দিন চলবে এই বিশেষ কর্মশালা। এদিন সেই অনুষ্ঠানেই অত্যাধুনিক এই মোবাইল পরিষেবার সূচনা হয়।
টেলিকম মন্ত্রক জানিয়েছিল, প্রথমে ভারতের বেশ কয়েকটি শহরে ফাইভ জি পরিষেবা আসবে। কিছু দিন পর প্রকাশ্যে আসে ভারতের সেই ১৩টি শহরের নাম যেখানে ফাইভ জি প্রযুক্তি সবার আগে ঢুকবে।তবে কলকাতার পাশাপাশি রাজধানী দিল্লির মানুষজনও শীঘ্রই হাই-স্পিড ইন্টারনেটের সুবিধা ভোগ করতে পারবেন বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
উল্লেখ্য, 5G স্পেকট্রাম নিলাম শেষ হয়েছিল আগস্টে। মোট ৭২ হাজার ৯৮ মেগাহার্ৎজের স্পেকট্রাম নিলামে তোলা হয়েছিল। ৪০ রাউন্ড নিলামের পর স্পেকট্রাম বন্টনের প্রক্রিয়াটি শেষ হয়। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো তখনই জানিয়ে দেন, চলতি বছরের অক্টোবরেই দেশজুড়ে শুরু হয়ে যেতে পারে ৫জি পরিষেবা। অবশেষে সেই সম্ভাবনাই সত্যি হতে চলেছে।