পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বিরুলিয়া এলাকায় বুধবার রাতে একাধিক মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
চুরী হয়েছে গ্রামের দুটো মন্দির, একটা মনসা, ও একটি রাস মন্দির।
এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি এই চুরীর ঘটনায় জেহাদিরা জড়িত।
স্থানীয়দের থেকে জানা গেছে মনসা মন্দির থেকে পুজোর সব সামগ্রি, ও গহনা এবং রাস মন্দিরের প্রাণামী বাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটে। এমনকি স্থানীর এক ব্যক্তির বাড়ি থেকে সাইকেল চুরির ঘটনাও ঘটেছে।
এক রাতে একের পর এক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
তবে ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। চুরির পরিমান জানা যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। একের পর এক মন্দির ও বাড়িতে চুরির ঘটনায় প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
Author: ekhansangbad
Post Views: ৮১