ইন্দ্রজিৎ আইচ:-শ্রুতি মঞ্জরী এই নামটি এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে আবৃত্তি, শ্রুতি নাটক, বাচিক শিল্পের ক্ষেত্রে অতি পরিচিত নাম।
সম্পূর্ন অন লাইনে তারা দেশ ও বিদেশে কবিতা চর্চার ক্ষেত্র কে অনেক সমপ্রসারিত করেছে।
গত শনিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদনে এই প্রথম শ্রুতিমঞ্জরী র নিবেদনে
অনুষ্ঠিত হলো ” শ্রুতি সন্ধ্যা “।
অনুষ্ঠানে সংবর্ধিত হলেন জনপ্রিয় গায়ক,নায়ক অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়, কবি সুবোধ সরকার,কবি সব্যসাচী দেব,কবি পত্নী ও শিক্ষিকা রত্না দেব, টেকনো ইন্ডিয়ার কর্ণধার শিক্ষাবিদ সত্যম রায় চৌধুরী, শিল্পপতি ইন্দ্রনীল ঘোষ,এবং ব্রাত্যজন নাট্য দলের সভাপতি ,অভিনেতা ও শ্রুতি মঞ্জরীর সিনিয়র প্যানেলিস্ট দেবাশিস রায়।
সকলের হাতে উত্তরীয়, স্মারক তুলে দেন
শ্রুতিমঞ্জরীর কর্ণধার মঞ্জরী রায়। অনুষ্ঠানে অভিনেতা ও গায়ক সাহেব রবীন্দ্র সংগীত গেয়ে শোনান। সকল অতিথি তাদের ভাষণে শ্রুতি মঞ্জরীর এই প্রয়াসকে সাধুবাদ জানায়।
এই প্রসঙ্গে এই সংস্হার প্রধান মঞ্জরী রায় বলেন কলকাতা ও মুম্বাই তে আমাদের দুটি শাখা আছে। অন লাইনে আমাদের ৮০ থেকে ৯০ জন ছাত্র ছাত্রী আছে নানা বয়সের। অনলাইনে কবিতা আবৃত্তি ও শ্রুতি নাটকের এবং স্বরানুশীলন শেখানো হয়। ছোট থেকে বড় অনেকেই আমাদের কাছে শেখেন।
পোয়েট্রি থেরাপি নিয়ে আমরা নানা ধরনের কাজ করছি। মূলত প্রবাসী ছেলে মেয়েরা যারা কবিতা ভালোবাসেন তারা আমাদের কাছে তালিম নেন।এই দিন অনুষ্ঠানের শুরুতে ছোটরা আবৃত্তির কোলাজ পরিবেশন করে নাচের মাধ্যমে। একক কবিতা আবৃত্তি করেন মঞ্জরী রায়। সবশেষে মঞ্চস্থ হয় শ্রুতি নাটক।
এদিনের সমগ্র অনুষ্ঠান টি এক কথায় অনবদ্য হয়ে ওঠে।
সমগ্র অনুষ্ঠান টি ভাবনা, পরিকল্পনায় ছিলেন মঞ্জরী রায়এবং পরিচালনায় ছিলেন স্বাতী ঘোষ দস্তিদার। সঞ্চালনায় ছিলেন তাপস চৌধুরী।