Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। খেজুরী প্রেস ক্লাবের প্রবীণ সাংবাদিক সম্মাননা ।।

খেজুরী প্রেস ক্লাব -এর উদ্যোগে খেজুরীর কৃতি সন্তান প্রয়াত অধ্যাপক উপেন্দ্রনাথ বলের ১৪০তম জন্মদিবসটি উদযাপন করা হয় এক স্মরণ অনুষ্ঠান ও স্মৃতি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে।

বৈকালিক এই স্মরণসভায় সভাপতিত্ব করেন ড. রামচন্দ্র মন্ডল। এছাড়াও, খেজুরী প্রেস ক্লাবের সভাপতি সুমন নারায়ন বাকরা, সম্পাদক সুদর্শন সেন, বিশ্বনাথ মালিক, রাজকুমার পন্ডা প্রমুখরা।



প্রয়াত অধ্যাপক উপেন্দ্রনাথ বলের সম্পর্কে আলোচনায় অংশগ্ৰহণ করেন। আলোচনা সভাটির শেষে ‘ অধ্যাপক উপেন্দ্রনাথ বল স্মৃতি সম্মান ‘ তুলে দেওয়া প্রবীণ সাংবাদিক খেজুরীর রাজকুমার পন্ডা বাবুর হাতে।

সন্মাননা হিসেবে ব্যাচ, উত্তরীয়, মানপত্র,স্মারক, মিষ্টির প্যাকেট , পুষ্পস্তবক তুলে দেন উপস্থিত খেজুরী প্রেস ক্লাবের কর্মকর্তারা। উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান রাজকুমার পন্ডা।




প্রসঙ্গত, খেজুরীর কৃতি সন্তান অধ্যাপক উপেন্দ্রনাথ বল জন্মগ্ৰহণ করেছিলেন খেজুরীর জাহানাবাদ গ্ৰামে ১৮৮৩ খ্রীষ্টাব্দের ৩১ অক্টোবর। তিনি অধ্যাপনা সূত্রে লাহোর, লক্ষৌ, পঞ্জাবের দয়াল সিং ও কাঁথি প্রভাত কুমার কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। সাংবাদিক হিসেবে পাঞ্জাবের তৎকালীন বিখ্যাত ইংরেজি পত্রিকা ট্রিবিউন ও নিয়মিত লেখক হিসেবে অপর ভারত বিখ্যাত ইংরেজি পত্রিকা মডার্ন রিভিউ-র সঙ্গে যুক্ত ছিলেন।

আচার্য শিবনাথ শাস্ত্রীর স্নেহধন্য এই তেজস্বী ব্রাম্ভধর্ম প্রচারক কাঁথি ব্রাম্ভ সমাজ পরিচালনায় ও কাঁথি ব্রাম্ভসমাজ ছাত্রাবাস প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। কাঁথি কলেজে অধ্যাপনারত অবস্থায় ১৯৪৭ খ্রীষ্টাব্দের ১আগস্ট প্রয়াত হন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read