প্রদীপ কুমার মাইতি :- পূর্ব মেদিনীপুর জেলার তৃনমূল পরিচালিত এগরা পুরসভা বিরুদ্ধে উঠলো দুর্নীতির অভিযোগ।রাজ্যের শাসক দল পরিচালিত এগরা পুরসভা ভুরি ভুরি দুর্নীতিতে নিমজ্জিত এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল বিজেপির টিকিটে জয়ী পাঁচ কাউন্সিলর।
বুধবার এগরা পুরসভার সভাগৃহে সমস্ত কাউন্সিলরদের নিয়ে ‘বোর্ড অফ কাউন্সিল ‘ মিটিং চলছিল। আর মিটিং চলা কালীন বিজেপির পাঁচ কাউন্সিলর সরাসরি এগরা পুরসভার পুরপ্রাধানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম বেনিয়মের অভিযোগ তুলে সভা বয়কট করেন। তাঁরা ওয়েলে নেমে এসে পুরপ্রাধানের বিরুদ্ধে ওয়ার্ডে কোনো কাজ না করার ও বেনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান।
বিজেপির কাউন্সিলারদের অভিযোগ প্রায় নয় মাস কেটে গেলেও তাঁদের ওয়ার্ডে রাস্তাঘাট, ড্রেন, পানীয় জল কোনও উন্নয়নমূলক কাজ হচ্ছে না,কারন ইচ্ছাকৃত ভাবে এই করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি পুরসভায় টাকার বিনিময়ে অবৈধভাবে কর্মী নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির কাউন্সিলরদের।
তাঁরা দাবি করেছেন এবিষয়ে পুরপ্রধানকে প্রশ্ন করা হলে পুরপ্রধান স্বপন কুমার নায়ক আমাদের জানান রাজ্য সরকার টাকা দিচ্ছে না, উন্নয়ন কি করে হবে!
এপ্রসঙ্গে এগরার পুরপ্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।
তবে এগরা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত করণ জানিয়েছেন, আজকে ‘বোর্ড অফ কাউন্সিল’ মিটিং থেকে আমরা ৫ কাউন্সিলর ওয়াকআউট করেছি। অবিলম্বে এই অপদার্থ চেয়ারম্যানের পদত্যাগের দাবি করছি।