পূর্ব মেদিনীপুরের পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে আশ্রমের আবাসিক শিশুদের নিয়ে সোমবার যথাযোগ্য মর্যাদায় শিশু দিবস উদযাপন করা হয়।
সকালে আশ্রমে শিশুদের দিবস উদযাপন অনুষ্ঠানের শুরুতে আশ্রমের পক্ষ থেকে শিশু দিবস উপলক্ষে আশ্রমের শিশুদের গোলাপের কুঁড়ি দিয়ে বরণ করা হয়। এরপর আশ্রমের শিশুরা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করে।
আশ্রমের পক্ষ থেকে বলরাম করনের মেয়ে ময়না করণ পাল বেলুন ও সাদা পায়রা উড়িয়ে শিশুদের দিবস উদযাপন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জওহরলাল নেহেরু প্রতিকৃতিতে আশ্রমের স্নেহচ্ছায়া চাইল্ড কেয়ার ইনস্টিটিউটের মেয়েরা মাল্যদান করে।
এরপর আশ্রমের আবাসিক শিশুদের পক্ষ থেকে সঙ্গীত নৃত্য,আবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ময়না করণ পাল।
শিশুদিবস উপলক্ষে শিশুদের চকোলেট বিস্কুট বিলি করা ছাড়াও আশ্রমের আবাসিক শিশু সহ সকলকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।