পূর্ব মেদিনীপুর জেলায় শাসক দল তৃণমূলের সর্ব স্তরের নেতা ও দলের মধ্যে সেতুবন্ধনের দায়িত্বে রয়েছেন কুনাল ঘোষ। তিনি হলদিয়ার টাউনশীপে একটা ভাড়া বাড়িতে আছেন। সেখানেই শুক্রবার সকালে হাল্কা মেজাজে ঘুরে বেড়িয়েছেন কুনাল। সাত সকালে নিজের তরতাজা অনুভুতিগুলোকে তুলে ধরেছেন নিজের ট্যুইটার হ্যান্ডেলে।সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে পোষ্ট করে কুনালের মন্তব্য , “হলদিয়া, মর্নিং ওয়াক, চা, সেলুন,আড্ডা…..আর ভাগ্য অন্বেষণে ডিয়ার লটারি”।
কিন্তু কুনালের এই পোষ্টকে মোটেও হাল্কা ভাবে নিচ্ছে না রাজ্যের বিরোধীরা।
ভাগ্য অন্বেষণে এদিন সটান ডিয়ার লটারির স্টলে হাজির হন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ।
সাম্প্রতিক কালে লটারিতে কালো টাকা সাদা করার মামলায় কেন্দ্রীয় এজেন্সীর স্ক্যানারে রয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল, তাঁর কন্যা সুকন্যা সহ তৃণমূলের একাধিক নেতাকর্মী। এই নিয়ে বিতর্কও হচ্ছে বিস্তর।
যদিও কুনাল ঘোষ বারেবারেই বলেছেন, তৃণমূলের নেতা হলেও যে কেউ লটারি কাটতে পারেন। আজ তাই ৩০ টাকার লটারি কেটে নিজের সেই কথারই ঝলক দিলেন টুইটারে।