ইন্দ্রজিৎ আইচ :- ফুটবল বিশ্বকাপ মরসুমে কলকাতার বুকে নিজের সময় ই টাটা স্টিল দাবা প্রতিযোগিতা।
মঙ্গলবার থেকে ন্যাশনাল লাইব্রেরী অডিটোরিয়াম এ শুরু হতে চলেছে চতুর্থ টাটা স্টিল র্যাপিড অ্যান্ড BLits Chess টুর্নামেন্ট। ফাইনাল ৪ ডিসেম্বর।
খেলা হবে ১০ রাউন্ডের রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে। হিকারু নাকামুরা, vidit গুজরাটি, কোণেরু হামপি ,আন্না Muzychuk দের মত দক্ষ দাবারু রা এই আসরে অংশ নিচ্ছেন।
আর একে কেন্দ্র করে আজ বিকেলে দক্ষিণ কলকাতার তাজ বেঙ্গল হোটেলে হয়ে গেল সাংবাদিক সম্মেলন।মেন্টর হিসেবে এবার থাকছেন বিশ্বনাথন আনন্দ।
তিনি জানালেন, কলকাতা আমার কাছে সত্যিই খুব কাছের। যখনই আসি এখানে বাড়বার নতুনই মনে হয়। প্রত্যেকবারের মত এবারও এই টুর্নামেন্ট সাফল্য পাবে সেই আশা রাখছি।’এবারই প্রথম ১০ জন মহিলা দাবারু অংশ নিচ্ছে ও ক্রিকেটের মত পুরুষ আর মহিলাদের পুরস্কার মূল্য সমান হচ্ছে ।
এদিন জিত বন্দোপাধ্যায় ,চাণক্য চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ ও।
বিশেষ অতিথিরা আশাবাদী , গত চারবারের মতো এবারও জমে উঠবে এই র্যাপিড টেস্ট টুর্নামেন্ট। উপস্থিত ছিলেন দিবেন্দু বড়ুয়া সহ দাবা খেলার কোচ, ট্রেনার সহ পাটিসিপেন্টরা