Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। ঘর-মনের অস্থিরতায় নুসরাতের সঙ্গী এবার শুভ ।।

ঢালিউড-টালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অভিনয়, ফ্যাশন আর অধুনিক চিন্তাধারার এ অভিনেত্রী বরাবরই নিজের ব্যক্তিজীবন ক্যামেরার বাইরে রেখেছেন। তবে সম্প্রতি প্রকাশ পেয়েছে আংটি বদলের প্রায় তিন বছর পর নিজের বিয়ে ভঙেছেন ফারিয়া। বাগদান সম্পন্ন হলেও বিয়ের ব্যাপারে বরাবরই নিরব ছিলেন অভিনেত্রী। অবশেষে জানা গেছে ৭ বছরের বেশি সময়ের বন্ধুত্ব ও প্রেমের অধ্যায়ের ইতি টেনেছেন দুজনই।

আবারও কৌশলে বিয়ে নিয়ে অন্য কথা সামনে আনলেন ফারিয়া। বিয়েটা আদৌ হচ্ছে কি হচ্ছে না। এসন প্রশ্নে তৈরি করলেন নতুন বিভ্রান্তি। একবার বলছেন বাগদান হলেও বিয়েটি তারা করছেন না। পরদিন বলছেন, বিয়ে করবেন তবে এখনই না!

এই যখন ফারিয়ার ঘর ও মনের অবস্থা তখন খানিক স্বস্তির বাতাস এলো ‘দেবী’-নির্মাতা অনম বিশ্বাসের কাছ থেকে। জানালেন, তার নতুন সিনেমায় কাজ করছেন আরিফিন শুভ আর সঙ্গী হচ্ছেন নুসরাত ফারিয়া।

২০১৯-২০ অর্থবছরে একটি ছবির জন্য সরকারি অনুদান পেয়েছেন অনম। তবে করোনাজনিত কারণে কাজটি করতে পারেননি। এবার মাঠে গড়াচ্ছে ছবিটি। প্রাথমিক নাম দেওয়া হয়েছে ‘ফুটবল ৭১’। তবে এটি পরিবর্তন হতে পারে।

একাত্তরের স্বাধীন বাংলা ফুটবল দলের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ছবিটি। কদিন আগে এতে যুক্ত হয়েছেন আরিফিন শুভ। এবার তার সঙ্গী হলেন নুসরাত ফারিয়া। নির্মাতার পাশাপাশি রোববার (১১ ডিসেম্বর) নুসরাত ফারিয়া নিজেই খবরটি নিশ্চিত করেছেন চুক্তিস্বাক্ষরের ছবিসহ। বলেছেন, “আমার পরবর্তী কাজ। অনম বিশ্বাসের সঙ্গে।”

ফারিয়ার তথ্যমতে, তিনি গত ১৫ নভেম্বর এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে সঙ্গত কারণে খবরটি চেপে রাখেন।

এর আগে ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আরিফিন শুভ বলেন, “আমি অনেক এক্সাইটেড। কারণ, দর্শকের রুচি পরিবর্তন হচ্ছে। সেই সঙ্গে তাল মিলিয়ে আমি চেষ্টা করি ভিন্ন কিছু করার। সেই চেষ্টা থেকেই অনম ভাই সুযোগটা দিলেন। এজন্য তার কাছে কৃতজ্ঞ আমি।”


অনম বিশ্বাস কয়েক বছর ধরেই সিনেমাটি নিয়ে গবেষণা করেছেন, প্রস্তুতি নিয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে ছবিটির শুটিং। বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও চিত্রায়নের পরিকল্পনা রয়েছে নির্মাতার। দিন কয়েকের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণাসহ ছবিটির বিস্তারিত জানানো হবে।

স্বাধীন বাংলা ফুটবল দলের প্রেক্ষাপটে ইতোমধ্যে একটি সিনেমা নির্মিত হয়েছে। রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ নামের সেই সিনেমা গেলো ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এখনও এটি সিনেমা হলে চলছে। ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিমেরা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read