Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। লোডসেটিং বিধায়ককে এলাকায় ঢুকতে দেবেন নাঃজয়প্রকাশ ।।

প্রদীপ কুমার মাইতি :- পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গত কয়েকদিন আগে সমবায় সমিতির নির্বাচনে জয়জয়কার রাজ্যের শাসকদল। তাই নন্দীগ্রামের ভেটুরিয়াতে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর গড়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উজ্জীবিত করতে কৃতজ্ঞতা সভা করল তৃণমূল। মঙ্গলবার নন্দীগ্রামের ভেটুরিয়াতে তৃণমূলের সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ও জেলা তৃণমূলের সভাপতি সৌমেন কুমার মহাপাত্র। এদিন নন্দীগ্রামে রাজ্য তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, তৃণমূলের ইতিহাস হচ্ছে প্রতিবাদের ইতিহাস। তৃণমূলের সৈনিকরা মূল্যবোধের রাজনীতি করে। তৃণমূলের কর্মীরাই সবথেকে গুরুত্বপূর্ণ। নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতির জয়ী ১২ জনকে নিয়ে সংবর্ধনা প্রদান করলেন রাজ্য তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। ভগবানপুর, খেজুরি থেকে সেদিন দুস্কৃতীদের নিয়ে এসে সন্ত্রাস করেছিলেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি শুভেন্দুকে কটাক্ষ করে বলেন হুমকি অধিকারী। সেদিন যারা ভেটুরিয়াতে সন্ত্রাস করেছিলেন আপনারা তাদের আর এলাকায় ঢুকতে দেবেন না। আমি শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলাম যে, একুশের বিধানসভা ভোটে আপনি জিতলেন কি করে? সেই বিধানসভা ভোটের ফলাফলের পর শুভেন্দু অধিকারী আমাকে বলেছিলেন যে, আপনি দিলীপ ঘোষকে আটকান। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হব। অনেক কায়দা করে একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামে জিতেছে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে আর শুভেন্দু অধিকারীর জায়গা হবে না। আমরা এনআরসি এবং সিএএ করতে দেব না। আমরা কারুর নাগরিকত্ব কাড়তে দেব না। শুভেন্দু অধিকারী বাংলার গরীব লোকেদের পেটে লাথি মারছে। শুভেন্দু অধিকারী এখানে এলে আপনারা ঝাঁটা হাতে তুলে নেবেন। আগামীদিনে এই লোডশেডিং এমএলএ কে আপনারা ঢুকতে দেবেন না। তেইশের পঞ্চায়েতে সিট একটাও বিজেপিকে দেব না।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read