Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। নন্দীগ্রামের দলীয় কর্মীদের আর্থিক সহায়তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ।।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বাসিন্দা জেলবন্দী দলীয় কর্মীদের পরিবারের পাশে দাঁড়ালেন তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।


উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনের পর বিজেপির তরফে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের পরিবেশ তৈরীর অভিযোগ আনা হয় ।সেই ভোটপরবর্তী হিংসা মামলায় নন্দীগ্রামের বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী এখনো পর্যন্ত জেলে আছেন। তাদের পরিবারের পাশে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


জানা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নন্দীগ্রাম এক নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল জেল বন্দী দলীয় কর্মীদের বাড়িতে যায়।আরো জানা গেছে এই দলের সদস্যরা কর্মীদের বাড়ি গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাঠানো আর্থিক সাহায্য তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর এই আর্থিক সাহায্য এখন থেকে প্রতিমাসে তাদের হাতে তুলে দেওয়া হবে, যতদিন না পর্যন্ত তারা জেল থেকে মুক্তি পাচ্ছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read